কেউ যা পারেনি, মেসি পারবেন?

মেসি

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে সেমি-ফাইনাল পর্যন্ত বেশ কিছু রেকর্ড-অর্জন ধরা দিয়েছে লিওনেল মেসির ঝুলিতে। ফাইনালে মাঠে নামলেই জার্মান গ্রেট লোথার মাথেউসকে ছাড়িয়ে বিশ্ব মঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও নিজের করে নেবেন আর্জেন্টিনা অধিনায়ক। আরও একটি অনন্য কীর্তি গড়ার হাতছানিও রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার সামনে।
মেসি
প্রায় ১০০ বছরের বিশ্বকাপ ইতিহাসে একই আসরে সর্বোচ্চ গোল ও সর্বোচ্চ অ্যাসিস্ট, এই ডাবল অর্জন করতে পারেনি কেউ। প্রথম খেলোয়াড় হিসেবে সেটি করে দেখানোর হাতছানি মেসির সামনে। এখানে তার লড়াইটা হবে বর্তমান ও সাবেক দুই ক্লাব সতীর্থ এবং ফাইনালের প্রতিপক্ষ কিলিয়ান এমবাপে ও অঁতোয়ান গ্রিজমানের সঙ্গে।

লুসাইল স্টেডিয়ামে আগামী রোববার শিরোপা লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা।

কাতার আসরে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যেমন অবস্থানে আছেন মেসি:

কিলিয়ান এমবাপে (ফ্রান্স) – (৫ গোল, ৬ ম্যাচ, ৪৭৭ মিনিট)

লিওনেল মেসি (আর্জেন্টিনা) – (৫ গোল, ৬ ম্যাচ, ৫৪০ মিনিট)

অলিভিয়ে জিরুদ (ফ্রান্স) – (৪ গোল, ৫ ম্যাচ, ৩৮২ মিনিট)

হুলিয়ান আলভারেস (আর্জেন্টিনা) – (৪ গোল, ৬ ম্যাচ, ৩৬৪ মিনিট)

একাধিক খেলোয়াড়ের গোল সমান হলে সর্বোচ্চ গোলদাতা বা গোল্ডেন বুট জয়ী বাছাইয়ে আগে বিবেচনা করা হবে তাদের ম্যাচ খেলার সংখ্যা, এক্ষেত্রে কম ম্যাচ খেলা খেলোয়াড় জিতবেন পুরস্কারটি। সেখানে সমান হলে দেখা হবে কে সবচেয়ে কম মিনিট খেলেছে। সর্বোচ্চ অ্যাসিস্ট এর ক্ষেত্রেও এই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

কাতার আসরে সর্বোচ্চ অ্যাসিস্ট এর তালিকায় যেমন অবস্থানে আছেন মেসি:

ব্রুনো ফের্নান্দেস (পর্তুগাল) – (৩ অ্যাসিস্ট, ৪ ম্যাচ, ৩৫৭ মিনিট)

হ্যারি কেইন (ইংল্যান্ড) – (৩ অ্যাসিস্ট, ৫ ম্যাচ, ৪০৪ মিনিট)

অঁতোয়ান গ্রিজমান (ফ্রান্স) – (৩ অ্যাসিস্ট, ৬ ম্যাচ, ৪৬৭ মিনিট)

লিওনেল মেসি (আর্জেন্টিনা) – (৩ অ্যাসিস্ট, ৬ ম্যাচ, ৫৪০ মিনিট)

১৯৮৬ মেক্সিকো আসরে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো দিয়েগো মারাদোনা এই কীর্তি গড়ার কাছাকাছি গিয়েছিলেন। সেবার সর্বোচ্চ ৫টি অ্যাসিস্ট ছিল তার। গোলও করেন তিনি ৫টি, স্পেনের এমিলিও বুত্রাগুয়েনো ও ব্রাজিলের কারেকার সমান। তবে ৬ গোল করে সবার ওপরে ছিলেন ইংল্যান্ডের গ্যারি লিনেকার।

২০১০ সালে এই ‘ডাবল’ এর কাছাকাছি গিয়েছিলেন টমাস মুলার। ৫ গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা ছিলেন এই জার্মান ফরোয়ার্ড। তার সমান ৫টি করে গোল করেন স্পেনের দাভিদ ভিয়া, নেদারল্যান্ডসের ভেসলি স্নেইডার ও উরুগুয়ের দিয়েগো ফোরলান। তাদের সবার চেয়ে একটি ম্যাচ কম খেলে গোল্ডেন বুট জেতেন মুলার।

সেবার মুলারের অ্যাসিস্ট ছিল ৩টি। ব্রাজিলের কাকা, নেদারল্যান্ডসের ডির্ক কুইট, জার্মানির মেসুত ওজিল ও বাস্তিয়ান শোয়াইনস্টাইগারেরও তাই। তবে কাকা খেলেছিলেন ৪ ম্যাচ, মুলার ৬টি, বাকি তিন জন ৭টি করে। তাই সর্বোচ্চ অ্যাসিস্ট এর কীর্তি ছিল কাকার।