আগামী ১৫ জুলাই যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার এবারের ফাইনাল। এদিন মাঠে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এ যেন এক অন্যরকম উন্মাদনা। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির হাতে আরও একটি শিরোপা দেখার অপেক্ষায় গোটা ফুটবলবিশ্ব।
অন্যদিকে, প্রায় দুই বছর ও ২৮ ম্যাচ ধরে অপরাজিত কলম্বিয়া। সবকিছু মিলিয়ে জমজমাট এই ম্যাচকে ঘিরে ভক্তদের আগ্রহ আর উন্মাদনার শেষ নেই। মেগা ফাইনালের টিকিটের মূল্যও তাই আকাশচুম্বী৷ যুক্তরাষ্ট্রের ব্যবসাভিত্তিক সাময়িকী ফোর্বসের প্রতিবেদন অনুসারে, বিভিন্ন টিকিট সার্ভিসিং প্রতিষ্ঠানগুলোতে গড়ে সর্বনিম্ন ২ হাজার ১৩৭ ডলারে বিক্রি হচ্ছে কোপা আমেরিকার ফাইনালের টিকিট।
বাংলাদেশি টাকায় যা আড়াই লাখেরও বেশি। অথচ টুর্নামেন্টের আগের ম্যাচগুলোতে গড়ে ২০০ ডলারে পাওয়া গেছে টিকিট। যার মানে, ফাইনালের টিকিটের মূল্য বেড়ে গেছে প্রায় ১০ গুণ! অন্যদিকে, কোপা আমেরিকার ফাইনালে টিকিটের সর্বোচ্চ দাম কোটি টাকা ছাড়িয়েছে। সর্বোচ্চ টিকিটের মূল্য আপাতত নির্ধারণ করা হয়েছে ৯৭ হাজার ৯০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি সাড়ে ১৪ লাখ টাকা!
স্টাবহাব নামের একটি টিকিট বিক্রির ওয়েবসাইটে একেবারে সামনের সারির ভিআইপি টিকিটের এমন দাম উঠেছিল শুক্রবার। ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ ফিফা বিশ্বকাপের পর আরেকটি ট্রফি ছোঁয়ার অপেক্ষায় লিওনেল মেসির আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে মেসি ও ডি মারিয়ার অবসরের গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে বাতাসে। তাই দর্শকদের মাঝে এই ম্যাচের টিকেটের চাহিদা প্রচুর। শেষপর্যন্ত টিকেটের দাম কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়, সেটিই এখন দেখার অপেক্ষা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।