লাইফস্টাইল ডেস্ক : প্লাস্টিক রিসাইকেল করা সম্ভব, এমন কথা প্রায়ই শোনা যায়। কিন্তু বাস্তবে বিষয়টি এতটাও সহজ না। একবার ভেবে দেখুন, পানির বোতল এবং শ্যাম্পুর বোতলে পার্থক্য আছে।
সেটা তো হাতে নিলেই বুঝতে পারবেন। তবে আজকাল বোতলের লেবেলে তিন তীরের চিহ্ন দেখলেই তাকে রিসাইকেলযোগ্য ভাবার কারণ নেই। মূল সমস্যা হলো রিসাইকেল করার পদ্ধতিতে। একেক ধরণের প্লাস্টিক একেক ধরণের রিসাইকেল পদ্ধতি দাবি করে।
তাই প্লাস্টিকের ধরণ সম্পর্কে ভালো ধারণা রাখা প্রয়োজন। চলুন চট করে বিভিন্ন ধরনের প্লাস্টিক এবং তাদের রিসাইকেল করার ধরন জেনে নেয়া যাক :
পিইটিই প্লাস্টিক : সচরাচর পানির বোতল বা সফট ড্রিংক্স এর বোতলে এই প্লাস্টিক ব্যবহৃত হয়। এ ধরনের বোতল খুব সহজেই রিসাইকেল করা যায়।
এইচডিপিই প্লাস্টিক : হাই-ডেনসিটি পলিইথিলিন প্লাস্টিক সচরাচর শ্যাম্পুর বোতল, গ্রোসারি ব্যাগে ব্যবহার করা হয়। এদের ওজন কম এবং বেশ শক্তপোক্ত হয়। এদের পরিষ্কার করে রিসাইকেল করা সম্ভব।
পিভিসি বা ভিনাইল : পিভিসি সচরাচর ট্রে, প্লেট, ব্রাশ, বা অন্যান্য প্লাস্টিক পণ্য তৈরিতে ব্যবহার করা হয়। সচরাচর এদের রিসাইকেল করা সহজ না। এমনকি বহুদিন ব্যবহার করলে স্বাস্থ্যেরও নানারকম ক্ষতি হতে পারে।
এলডিপিই : সচরাচর রুটির ব্যাগ, বা খাদ্যদ্রব্যের মোড়কের জন্যে এই ধরনের প্লাস্টিক ব্যবহার করা হয়। এই প্লাস্টিক ও রিসাইকেল করা সম্ভব না। অনেকেই এই বিষয়গুলো জানেন না বলে চেষ্টা করেন। কিন্তু তা উপকারের বদলে ক্ষতিই বেশি করে।
পিপি প্লাস্টিক : পলিপ্রোপিলিন প্লাস্টিক আইসক্রিমের কাপ, স্ট্র, কিংবা হ্যাংগার নির্মাণে ব্যবহার করা হয়। বিশেষত ঔষধ শিল্পে এবং ওয়ান টাইম পণ্য তৈরিতে এই প্লাস্টিক ব্যবহার করা হয়। অনেকেই হয়তো জানেন না, তবে এই প্লাস্টিক আপনি রিসাইকেল করে ব্যবহার করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।