নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। বুধবার (১ অক্টোবর) রাতে উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মর্ডান রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—ভাড়াটিয়া কুমোদ চন্দ্র নাথ (৪৩), তাঁর স্ত্রী সবিতা রানী নাথ (৩২), মেয়ে ঐর্দিকা (৮) ও ছেলে তূর্য (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ফ্ল্যাটের ভেতরে হঠাৎ বিকট শব্দের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। এতে চারজন গুরুতর দগ্ধ হন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ছোট মেয়ে ঐর্দিকাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বিস্ফোরণে ফ্ল্যাটের আসবাবপত্রসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে।
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাইন উদ্দিন জানান, ঐর্দিকার শরীরের প্রায় ২০ শতাংশ, তূর্যের ১০ শতাংশ, আর কুমোদ ও সবিতা রানীর শরীরের দুই শতাংশ দগ্ধ হয়েছে।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. আব্দুল মালেক বলেন, দুপুরে রান্নার পর চুলার সুইচ সঠিকভাবে বন্ধ করা হয়নি। এতে ধীরে ধীরে গ্যাস লিক হয়ে ঘরে জমে যায়। রাতে পূজার জন্য মোমবাতি জ্বালানোর সময় আগুন ধরে বিস্ফোরণ ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।