হাতের কাছে মেলে এমন কয়েকটি প্রাকৃতিক উপকরণ দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায় এই স্মুদি। এটা কোলনকে পরিষ্কার করতে সহায়তা করে। এতে থাকা পুষ্টি উপাদান কোলনের নানা রোগ, এমনকি ক্যানসার প্রতিরোধেও সহায়তা করে। প্রতিদিনের খাবারে থাকা পুষ্টি উপাদান, ভিটামিন, মিনারেল ইত্যাদি শরীরে কাজে লাগে, বাকিটা বর্জ্য মলমূত্র হিসেবে বের হয়ে যায়।
আমরা নানা অনিয়মের কারণে খাবার খেয়েও ঠিকমতো বর্জ্য পরিষ্কার করতে পারি না, যার কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি; সেই সঙ্গে দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত হই। এমন সমস্যায় প্রাকৃতিক উপায়ে আমরা কোলনকে পরিচ্ছন্ন রেখে থাকতে পারি সুস্থ। সে ক্ষেত্রে এই স্মুদি হতে পারে মুশকিল আসান। কোলন পরিষ্কার না থাকলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। সেটা কেবল অস্বস্তিকর নয়; বরং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের জন্যও হুমকি হতে পারে।
কোলন পরিষ্কার না থাকলে যেসব সমস্যা হতে পারে
• কোষ্ঠকাঠিন্য: কোলন পরিষ্কার না থাকলে মল শক্ত হয়ে যায় এবং নিয়মিত মলত্যাগে সমস্যা হয়।
• গ্যাস: কোলনে জমে থাকা বর্জ্যের কারণে গ্যাসের সমস্যা দেখা দিতে পারে। ফলে পেট ফুলে ওঠে এবং অস্বস্তি হয়।
• পেটে ব্যথা: কোলনে জমে থাকা বর্জ্য পেটে ব্যথা সৃষ্টি করতে পারে।
• মলদ্বারে চুলকানি: কোলনে জমে থাকা বর্জ্য মলদ্বারে চুলকানি ও জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে।
• হজমের সমস্যা: কোলন পরিষ্কার না থাকলে খাবার ভালোভাবে হজম হতে পারে না।
• দুর্গন্ধযুক্ত মল: কোলনে জমে থাকা বর্জ্যের কারণে মলে দুর্গন্ধ হতে পারে।
• অন্যান্য স্বাস্থ্য সমস্যা: দীর্ঘদিন কোলন পরিষ্কার না থাকলে অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যা, যেমন হেমোরয়েডস, ফিশার, কোলন ক্যানসার ইত্যাদি হতে পারে।
মনে রাখবেন, কোলন পরিষ্কার রাখা একটি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোলন ক্লিনজিং স্মুদি খেয়ে আপনি কোলনকে সুস্থ রাখতে পারবেন। ন্যাচারাল কোলন ক্লিনজিং স্মুদি কোলনকে ডিটক্সিফাই করার ও অন্ত্রের স্বাস্থ্য উন্নত করার একটি চমৎকার উপায়। কোলন পরিষ্কার করার বৈশিষ্ট্য আছে, এমন তাজা ফল, শসা ও পানি দিয়ে তৈরি করতে হবে। সতেজ ও কার্যকর এই স্মুদি বাড়িতে তৈরির উপায় বলে দেওয়া হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।