স্পোর্টস ডেস্ক: আরও একটি টেস্টে কি নেতৃত্ব দিতে দেখা যাবে বিরাট কোহলিকে? ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সে রকমই প্রস্তাব গিয়েছিল সদ্য প্রাক্তন হওয়া অধিনায়কের কাছে। বলা হয়েছিল, অধিনায়ক হিসেবে বিদায়ী টেস্ট খেলার সুযোগ তিনি চাইলে পেতে পারেন। কিন্তু কোহলি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।
শুক্রবার প্রথমে কোচ রাহুল দ্রাবিড় এবং দলের বাকিদের নিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন কোহলি। এরপর বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান। তখনই বোর্ডের এক কর্তা কোহলিকে বলেন, তিনি চাইলে অধিনায়ক হিসেবে বিদায়ী টেস্ট খেলতে পারেন। কিন্তু কোহলি তাতে রাজি হননি বলেই জানা গেছে।
সেই টেস্টটি কোহলির শততম টেস্টও হবে। কোভিড পরিস্থিতিতে সব ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচ হওয়ার কথা। সেই ম্যাচ আবার কোহলির আইপিএল-এর শহর বেঙ্গালুরুতেই হওয়ার কথা।
ফলে সেই অর্থে বেঙ্গালুরু কোহলির নিজেরই শহর। সেখানেই কোহলিকে অধিনায়ক হিসেবে শেষ টেস্ট খেলার সুযোগ করে দিতে চেয়েছিল বোর্ড। কিন্তু কোহলি সঙ্গে সঙ্গেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন বলে জানা যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।