আউট হওয়ার পর কোহলি চটেছিলেন কেন? (ভিডিও)

কোহলি চটেছিলেন কেন?

স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টে বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে ৪ উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে ভারতীয় দল। ফলে লোকেশ রাহুলের দলের জয়ের জন্য দরকার ১০০ রান, বিপরীতে বাংলাদেশের ৬ উইকেট।
কোহলি চটেছিলেন কেন?
শনিবার (২৪ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এদিন চা বিরতির পর বেশ চাঙ্গা ও উৎফুল্ল দেখা যায় বাংলাদেশের বোলারদের। প্রথমবারের মতো ভারতের বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের বোলারদের পাশাপাশি ফিল্ডাররাও ছিলেন বাড়তি উদ্যমী।

অধিনায়ক সাকিব আল হাসান আর অফস্পিনার মেহেদি হাসান মিরাজের ঘুর্ণির কাছে পরাজিত ভারতের টপ অর্ডার। এর মধ্যেই দিনের শেষ দিকে মিরাজের বলে ফরোয়ার্ড শর্ট লেগে মুমিনুলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন বিরাট কোহলি। কিন্তু সাজঘরে ফেরার আগ মুহূর্তে হঠাৎ করেই থমকে দাঁড়ান কোহলি। মাঠের মধ্যেই খেপে গিয়ে কাকে যেন কিছু বলতে থাকেন।

https://twitter.com/Master__Cricket/status/1606603977898196992?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1606603977898196992%7Ctwgr%5E337660dee651be540b140ff68ae6fa4e70d42975%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fsports%2Fvirat-lost-his-temper-after-getting-out-why-was-kohli-angry-with-taijul-watch-the-video-31671885547122.html

পরে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান দৌড়ে যান কোহলির কাছে। তাকে কী যেন বলেন, কোহলিও পা বাড়ালেন ড্রেসিংরুমের দিকে। তবে যেতে যেতেও চোয়াল শক্ত করে কিছু একটা বলতে দেখা যায় বিশ্বের অন্যতম সেরা ব্যাটারকে।