স্পোর্টস ডেস্ক : তাকে বলা হয় ‘সুলতান অব সুইং’। এই বয়সেও তিনি বল হাতে যে সুইং করাতে পারেন, হালের অনেক তরুণ বোলারও সেটা পারেন না। তিনি ওয়াসিম আকরাম। একবার ভাবুন তো, বিরাট কোহলি ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন।
উল্টো দিক থেকে বল হাতে ছুটে আসছেন ওয়াসিম আকরাম! পাকিস্তান কিংবদন্তি যদি এই সময়ে ক্রিকেট খেলতেন, তাহলে কীভাবেই বা আউট করতেন কোহলিকে? আকরাম দিয়েছেন দুটি পথের সন্ধান।
সাম্প্রতিক সময়ে ছন্দে না থাকলেও ক্রিকেটবিশ্বে এখনও যে কোহলি অন্যতম সেরা ব্যাটার সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। যদি বল হাতে দাঁড়াতেন, সেটা হলে ভারতের এই ব্যাটারকে কী ভাবে আউট করতেন তিনি? এক ইউটিউব চ্যানেলের শোতে আকরাম বলেছেন, ‘অনেকটা আত্মবিশ্বাস নিয়ে বল করতে নামতাম। হয়তো সে তিন বা চারে ব্যাট করতে নামত। তার মানে আগেই ২টি উইকেট পড়ে গেছে। যদি নতুন ব্যাটার হিসেবে ক্রিজে আসত, তাহলে শুরু থেকেই আক্রমণে যেতাম। মিডল স্টাম্প লক্ষ্য করে বল করতাম এবং যে কোনো একটা দিকে সুইং করানোর চেষ্টা করতাম। ‘
আন্তর্জাতিক ক্রিকেটে ৯১৬টি উইকেট আছে আকরামের। অন্যদিকে কোহলির আছে ৭১টি সেঞ্চুরি। প্রথম পরিকল্পনায় যদি কাজ না হতো তাহলে দ্বিতীয় পরিকল্পনাও তৈরি থাকত আকরামের। তিনি আরও বলেছেন, ‘এতে কাজ না হলে তখন কোহলিকে বাউন্সার দেওয়ার চেষ্টা করতাম। ডিপে একজন ফিল্ডার রেখে দিতাম। কোহলিকে পিছনের পায়ে খেলানোর চেষ্টা করতাম। আসলে কোহলির মতো ব্যাটারকে আউট করতে গেলে ছোট ছোট সুযোগগুলোকেও কাজে লাগাতে হবে। ‘
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।