জুমবাংলা ডেস্ক: বিশ্বজুড়ে শুরু হওয়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলো প্রতিনিয়তই হয়ে উঠছে জনপ্রিয়। ক্রিকেট খেলুড়ে প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ থাকলেও ভারতীয় ক্রিকেটাররা সেগুলোতে অংশগ্রহণের সুযোগ পান না। একমাত্র আইপিএলেই অংশ নিয়ে থাকেন তারা।
এবার নতুন এক পরিবর্তন আনতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার ফলে বিপিএলসহ বিশ্বের সকল ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণের সুযোগ পাবেন ভারতীয় ক্রিকেটাররা।
বিশ্বের সকল ফ্র্যাঞ্চাইজি লিগে ভারত ব্যতীত সকল দেশের ক্রিকেটাররা অংশ নিতে পারে। কিন্তু ভারতীয় ক্রিকেটারদের আইপিএল ছাড়া বিদেশের লিগে খেলতে দেখা যায় না। এমনকি অবসর নেয়ার পরেও রোহিত-কোহলিদের বিদেশের লিগে খেলার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে।
বর্তমানে বিসিসিআইয়ের যে নিয়ম রয়েছে তাতে করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও একজন ক্রিকেটার বিদেশি টি-২০ লিগে খেলতে পারেন না। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিদেশের লিগে খেলতে হলে আইপিএল থেকেও অবসর নিতে হয়।
বিদেশের লিগের চাপে যেন ঘরোয়া ক্রিকেটের ক্রিকেটাররা হঠাৎ অবসর নিয়ে না নেয় সেজন্য নতুন করে ভাবছে বিসিসিআই। সংস্থাটির একটি সূত্র জানিয়েছে, জাতীয় দল থেকে অবসরের পর ভারতীয় ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পেতে পারেন। বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে।
আগামী ৭ জুলাই বিসিসিআইয়ের অ্যাপেক্স কাউন্সিলের সভা রয়েছে। সেই সভাতে এই বিষয়ে পর্যালোচনা হতে পারে। আর এটি বাস্তবায়ন হলে জাতীয় দল থেকে অবসরের পর যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।