জুমবাংলা ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান বলেছেন, ‘মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব শুধু ছাত্রজীবনেই নয়, রাজনৈতিক জীবনেও সর্বদা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছায়াসঙ্গী হিসেবে কাজ করেছেন।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যখন মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে অন্তরীন থেকেছেন, তখন বেগম ফজিলাতুন নেছা মুজিব ছাত্রলীগ, আওয়ামী লীগকে ক্রান্তিলগ্নে দিক নির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধুকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অন্তরালে থেকে পরামর্শ প্রদান করেছেন বঙ্গমাতা। ঐতিহাসিক ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, জাতির পিতার ৭মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদানসহ জাতির বিভিন্ন সন্ধিক্ষণে বঙ্গমাতার সময়োচিত পদক্ষেপের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বিজয় ও দেশের স্বাধীনতা লাভ করেছে বাঙালি জাতি।’
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ (৮ আগস্ট) চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে নিজ উদ্যোগে সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান।
তিনি আরও বলেন, ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব আগামী দিনের নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন চিরকাল। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব।’
বঙ্গমাতার আদর্শে উজ্জীবিত হয়ে সকলকে জীবন গঠনের আহ্বান জানান ওয়াসিকা আয়শা খান।
অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিগণ ও গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।