স্পোর্টস ডেস্ক: মাত্র ৩৪ বছর বয়সেই দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার ক্রিস মরিস সবধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন এ পেস বোলিং অলরাউন্ডার।
তবে খেলোয়াড়ি জীবনকে বিদায় জানালেও, খেলার মাঠ ছাড়ছেন না মরিস। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দল টাইটানসের কোচিংয়ের দায়িত্ব নিচ্ছেন তিনি।
অবসরের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মরিস লিখেছেন, ‘আজ আমি সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। যারা আমার ক্যারিয়ারের যাত্রায় পাশে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। এই যাত্রা খুবই আনন্দের ছিল।’
একই বার্তায় টাইটানসের কোচিংয়ের দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে মরিস আরও লিখেছেন, ‘টাইটানস দলের কোচিংয়ের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। জীবন তো এখনই শুরু।’
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে আর খেলেননি মরিস। তবে অলরাউন্ড স্কিলের কারণে আইপিএলে বরাবরই হট কেক ছিলেন ৩৪ বছর বয়সী এ অলরাউন্ডার।
প্রথমে দিল্লি ডেয়ারডেভিলস, পরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর সবশেষ রাজস্থান রয়্যালসে মিলিয়ন ডলার পারিশ্রমিক পেয়েছেন মরিস। সবশেষে সাড়ে ২২ লাখ ডলারে তাকে কিনেছিল রাজস্থান। যা কি না আইপিএলের নিলামের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলে ৬৯ ম্যাচ খেলেছেন মরিস। যেখানে তার শিকার ৯৪ উইকেট। ব্যাট হাতে করেছেন প্রায় নয়শ রান। এছাড়া স্বীকৃত ক্রিকেটে প্রায় ছয় হাজার রান ও ছয়শর বেশি উইকেট নিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।