আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি বলেছেন, দেশের জনগণ চাইলে তিনি পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন। আফগানিস্তানের বার্তা সংস্থা ‘আওয়া’ জানিয়েছে, প্রেসিডেন্ট গনি শুক্রবার কাবুলে বিশ্ব যুব দিবসের এক অনুষ্ঠানে নিজের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন। খবর পার্সটুডে’র।
তবে তিনি বলেন, কেবলমাত্র আফগানিস্তানের জনগণ তার সরকারের পরিবর্তে কাকে চায় তা নির্ধারণ করার অধিকার রাখে; কোনো প্রতিবেশী দেশ (পাকিস্তান) নয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি বলেছিলেন, তালেবান আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পদত্যাগ চায়।
এর আগে আশরাফ গনি এক বক্তব্যে বলেছিলেন, কেবলমাত্র নির্বাচনের মাধ্যমে নবগঠিত সরকারের কাছেই তিনি ক্ষমতা হস্তান্তর করবেন; অন্য কারো কাছে নয়।
প্রায় তিন মাস আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার পর থেকে সেনাবাহিনীর ওপর তালেবান হামলা জোরদার করে। বর্তমানে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। দু’পক্ষের মধ্যে বিভিন্ন জেলা ও শহরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘর্ষ চলছে।
যুদ্ধ বন্ধ করে দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এখন পর্যন্ত আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনায় কোনো ফল পাওয়া যায়নি। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য বেশিরভাগ বিশ্লেষক আমেরিকাকে দায়ী করছেন।#
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।