ক্ষুধায় কাতর বিড়ালের বাচ্চাকে নিজের দুধ খাওয়াচ্ছে কুকুর

আন্তর্জাতিক ডেস্ক : কুকুর বিড়ালের শত্রুতার কথা কারো অজানা নয়। তবে সোশ্যাল মিডিয়ায় দৌলতে একই সঙ্গে বেড়ে ওঠা কুকুর বিড়ালের বন্ধুত্বও দেখা গেছে। তবে এবার যে ভিডিও সামনে এসেছে তা মনে হয় আগে দেখা যায়নি। কুকুর বিড়ালের চির শত্রুতা পরিণত পেয়েছে মাতৃত্বের বন্ধনে।

কুকুর বিড়ালের

প্রকৃতির নিয়ম ভেঙে বিড়ালছানাকে মাতৃস্নেহে বড়ো করে তুলছে এক মা কুকুর..আর সম্প্রতি এই দৃশ্য ধরা পড়েছে। সন্তানের প্রতি স্নেহ, মমতা, ভালবাসা, প্রত্যেক প্রাণীর সহজাত-এ কথা যেন ফের প্রমানিত হল‌।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে একটি রাস্তার কুকুর তার সন্তানদের পরম স্নেহে পরম যত্নে মাতৃদুগ্ধ পান করাচ্ছে। ঠিক সে সময় সেখানে উপস্থিত হয় এক অনাথ বিড়ালছানা। সাধারণত দেখা যায় বিড়াল দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে কুকুরেরা।

কিন্তু এখানে দেখা গেল কুকুরটি তার সন্তানদের সঙ্গে বিড়ালটিকেও আদর যত্নে মাতৃদুগ্ধ পান করাচ্ছে। মাহারা একটি বিড়াল ছানা কে দুধ খাওয়াচ্ছে একটি কুকুর.. পশুর এমন অসাধারণ মাতৃত্ব সকলকে মুগ্ধ করে দিয়েছে। যেন মায়া-মমতা সবকিছু দিয়ে বিড়ালছানাকে আঁকড়ে ধরেছে কুকুরটি। আর বিড়ালছানাটিও পরম আগ্রহে অনায়াসে কুকুরের দুধ পান করছে।

দুই ভিন্ন প্রজাতির প্রানী মাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে। অনেক সময় দেখা যায় সৎ বাবা বা মায়ের কাছে সন্তানরা অবহেলিত হচ্ছে। সেখানে এই অবলা দুই প্রানী মানবিকতার পাঠ পরিয়েছে।