জুমবাংলা ডেস্ক : জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা সম্প্রসানের লক্ষ্য নিয়ে ২০১৯-২০ অর্থবছরে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৮৬৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার নগর ভবনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এই বাজেট ঘোষণা করেন। এতে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৬৯ কোটি ৮২ লাখ ২৬ হাজার টাকা এবং সরকারি বরাদ্দ ও উন্নয়ন সহযোগী সংস্থা হতে ব্যয় ধরা হয়েছে ৬৯৫ কোটি ৭১ লাখ ৭৭ হাজার টাকা। এটি এ যাবৎকালের মধ্যে খুলনা সিটি করপোরেশনের সবচেয়ে বড় বাজেট। বিগত ২০১৮-১৯ অর্থ বছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৬৩৭ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকা। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়ায় ২৯৮ কোটি ৮৩ লাখ টাকা। লক্ষ্যমাত্রা অর্জনের হার ৪৬ দশমিক ৯০ শতাংশ।
কেসিসির অর্থ ও সংস্থাপন কমিটির সভাপতি শেখ মো. গাউসুল আজম বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বাজেটে নতুন করে কোন কর আরোপ করা হয়নি।
সিটি মেয়র বলেন, নাগরিক সেবা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও সেবার মান উন্নত করার লক্ষ্য নিয়ে এ বাজেট প্রস্তুত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



