স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে ওয়েম্বলিতে আগামী ২৯ মার্চ আইভরি কোস্টের মোকাবেলা করবে ইংল্যান্ড।
বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়ন আলজেরিয়াকে পরাজিত করে আফ্রিকান নেশন্স কাপের শেষ ১৬’ নিশ্চিত করেছেন আইভরি কোস্ট। দুইবারের আফ্রিকান নেশন্স কাপ বিজয়ী আইভরি কোস্ট বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের ৫৬তম স্থানে রয়েছে।
আর্সেনালের নিকোলাস পেপে, আয়াক্সের সেবাস্টিন হলার ও ফুলহ্যামের জিন মাইকেল সেরিকে নিয়ে সাজানো এবারের দলটি নিয়ে বেশ আশাবাদী আইভরি কোস্ট।
আফ্রিকান দলটির বিপক্ষে ম্যাচের আগে আগামী ২৬ মার্চ একই মাঠে সুইজারল্যান্ডকে আতিথেয়তা দিবে ইংল্যান্ড।
সিনিয়র পর্যায়ে এই প্রথমবারের মতো আইভরি কোস্টের মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। ২০১৮ সালের নভেম্বরের পর ইউরোপের বাইরের কোন দলের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে গ্যারেথ সাউথগেটের দল। যে কারনে ম্যাচটি নিয়ে বাড়তি পরিকল্পনা শুরু করেছেন সাউথগেট।
মার্চ মাসের দুটি প্রীতি ম্যাচের পর ইংল্যান্ড জুনে নেশন্স লিগে চারটি ম্যাচ খেলবে। ঐ চারটি ম্যাচে তাদের প্রতিপক্ষ হাঙ্গেরি, জার্মানী ও ইউরো বিজয়ী ইতালি। হাঙ্গেরির বিপক্ষে হোম ও এ্যাওয়ে দুটি ম্যাচে খেলবে সাউথগেটের শিষ্যরা।
বাছাইপর্বের বাধা পার করে ইতোমধ্যেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।