স্পোর্টস ডেস্ক: সাকিব আল হাসান খেলোয়াড় থেকে ক্রমেই হয়ে এক্সপেরিমেন্টাল ক্যারেক্টার, অন্তত শোবিজ সমালোচকরা এমনটাই বলছেন। কদিন আগেই, বাসের কন্ডাক্টর হিসেবে সাকিব আল হাসান ভাড়া আদায় করতে গিয়ে মোবাইল হাতে নিয়ে বলছেন, ‘এবার খেলা দেখবেন মাখখনের মতো। ‘
এশিয়াকাপজুড়ে এই বিজ্ঞাপন বেশ আলোচনায় ছিল। এবার এলেন নতুন চেহারায়, নতুন চরিত্রে।
বিজ্ঞাপনগুলো নির্মাণ করা হচ্ছে রান আউট ফিল্মস থেকে। নির্মাণ করেছেন আদনান আল রাজীব।
সাকিবকে নিয়ে একসঙ্গে তিনটি কাজ করেছেন নির্মাতা আদনান আল রাজীব। প্রথমটিতে সাকিবকে বাস কন্ডাক্টর হিসেবে দেখা গেছে। এবার দেখা গেল স্ট্রিট ফুডওয়ালা চরিত্রে। এই বিজ্ঞাপন এখন ভিজুয়াল সব মাধ্যমে দেখা যাচ্ছে। কিছুদিন পর তাকে আরেকটি চরিত্রে দেখা যাবে বলে রাজীব জানালেন।
আদনান আল রাজীব বলছেন, সাকিবকে খেলোয়াড়কে অন্য চরিত্রে স্থানান্তর করা কঠিন, সেটা করতে পেরে আনন্দই লাগছে। মেকআপ শিল্পী রবিন কাজটি যথাযথভাবে করেছে। তবে সাকিব খেলোয়াড়সুলভ আচরণ এখানে একদম দেখায়নি, করেছেন বেশ সহযোগিতাও। যার ফলে এমন বিজ্ঞাপন বানানো হয়েছে। সামনেরটাও মজার হবে।
ক্রিকেট খেলতে দিতে হবে, বিয়ের আসরে চুক্তিপত্রে কনের সই নিলেন বর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।