স্পোর্টস ডেস্ক: দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর রবিবার(১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। এসময় তার সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ রবিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন সাকিব। সঙ্গে শেয়ার করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা ছবিও। সাকিব লিখেছেন, ‘আজ সন্ধ্যায় বিসিবি সভাপতি পাপন ভাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারাটা ছিল সম্মানজনক।’
এদিকে জানা গেছে, আইপিএল খেলতে আজ রাতেই দেশ ছাড়বেন সাকিব। তার সঙ্গী হবেন মুস্তাফিজুর রহমানও। বিশ্বকাপের আগে আর দেশে ফেরা হবে না। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে অংশগ্রহণের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই গণভবনে যান সাকিব।
এর আগে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিব জানান, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারানোর পর বিশ্বকাপের মঞ্চেও জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
জানা গেছে, বিশ্বকাপের কোয়ালিফায়ারে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের দুই সপ্তাহ আগেই ওমানে বিশ্বকাপ ক্যাম্পেইনে অংশ নেবে টিম টাইগার্স। সেসময় সাকিব-মুস্তাফিজ সংযুক্ত আরব আমিরাতে ব্যস্ত থাকবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।
নিজেদের আইপিএল খেলা প্রসঙ্গে সাকিব বলেন, নিঃসন্দেহে এটা দলের জন্যই ভালো হবে। কারণ আমি আর মুস্তাফিজ বিশ্বকাপের ভেন্যুতেই অন্য দলের খেলোয়াড়দের সঙ্গে আইপিএল খেলবো। আর তাই বিশ্বকাপে আমাদের প্রতিপক্ষের খেলোয়াড়দের মানসিকতা সম্পর্কেও ধারণা পাবো। আর যেটা দলের সঙ্গে শেয়ার করতে পারব।
এছাড়া বিশ্বকাপের কন্ডিশন সম্পর্কে বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, বিশ্বকাপের ১৫-১৬ দিন আগেই ওমানে যাবে দল। আর তাই সেখানকার কন্ডিশন সম্পর্কে ধারণা নেওয়ারও যথেষ্ট সময় পাওয়া যাবে।
এর আগে ঘরের মাঠে ব্যাটসম্যানদের রান না পাওয়া নিয়ে সাকিব বলেন, ‘এ রকম উইকেটে কোনো ব্যাটসম্যান ১০-১৫টা ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এটা হিসাব না করি আমরা। যারা দলে আছে, সবাই দেশকে জেতানোর সামর্থ্য রাখে। যার যার জায়গা থেকে সবাই শতভাগ চেষ্টা করছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।