Advertisement
জুমবাংলা ডেস্ক: কিংবদন্তী গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
শোক বিবৃতিতে তিনি বলেন, ষাটের দশক থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত ফকির আলমগীর মেহনতী জনতার পক্ষে দেশপ্রেমের গান গেয়েছেন। তাঁর দরাজ কন্ঠের রক্তে স্রোত জাগানো সঙ্গীত সব সময় মুক্তিকামী ছাত্রজনতাকে উজ্জ্বীবিত করেছে। তাঁর মৃত্যুতে বাংলাদেশের সাংস্কৃতিক জগত এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হল।
বিবৃতিতে হুইপ স্বপন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের সদস্যবৃন্দ ও ফকির আলমগীরের অগণিত ভক্তের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



