জুমবাংলা ডেস্ক: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে গত দু’দিনে বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের ১৭টি ফ্লাইটে দেশে ফিরেছেন পাঁচ হাজার ৯৯১ হাজী।
বিমানবন্দর হজ কন্ট্রোল রুম সূত্র জানায়, গত শনিবার থেকে হাজিদের বহনকারী ফিরতি ফ্লাইট শুরু হয়। এদিন সৌদি আরব থেকে ৪১৯ হাজী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট রাত ৮টা ৩৪ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে।
বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, গত শনিবার থেকে ফিরতি হজ ফ্লাইটে হাজীরা দেশে ফিরছেন। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বিমানের ফিরতি হজ ফ্লাইটের কার্যক্রম চলবে।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ করেছেন এক লাখ ২৬ হাজার ৯২৩ জন। হজ ব্যবস্থাপনা সদস্যসহ সর্বমোট হজযাত্রী ছিলেন ১ লাখ ২৭ হাজার ১৫২ জন। হজ করতে গিয়ে ১৪ আগস্ট পর্যন্ত মারা গেছেন ৭২ হজযাত্রী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ৬৫ জন, মদিনায় ছয়জন ও জেদ্দায় একজন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে পুরুষ ছিলেন ৬৩ ও নারী ৯ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।