জুমবাংলা ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে যখন সারাদেশের মানুষ ইট-পাথর দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, ঠিক তখন দিনাজপুরের খানসামা উপজেলার সাবেক গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ ও ফুল দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
২১ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে সরেজমিনে ওই স্কুলে গিয়ে দেখা যায়, গ্রিলে ঘেরা সুসজ্জিত ফুলের বাগানের এক কোণে কাঁটা মেহেদি ও গাঁদা ফুল দিয়ে তৈরি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
বাগান ও শহীদ মিনারটি তৈরি করেন বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কুদ্দুস। তিনি বলেন, ছোটবেলা থেকেই বাগানের প্রতি আগ্রহ। সেই আগ্রহ থেকেই বাগানে গাছ ও ফুল দিয়ে বিভিন্ন প্রতীক ও স্তম্ভ তৈরি করি। আর সেই ইচ্ছারই প্রতিফলন এই শহীদ মিনারটি।
শহীদ মিনারের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। শিক্ষক আব্দুল কুদ্দুস বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছেন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম এ মান্নান বলেন, শহীদ মিনার ও বাগানের ডিজাইন সত্যি প্রশংসনীয়। ব্যতিক্রম এই উদ্যোগকে স্বাগত জানাই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।