চতুর্থ পর্যায়ের ইউপি নির্বাচনে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন এবং সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে ফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানান, নাগরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অলিউল ইসলাম অলি নৌকা প্রতীকে ১৮ হাজার ১২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. সিরাজ মিয়া চশমা প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩২৮ ভোট।
এ নির্বাচনে সর্বমোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ২৩ হাজার ৮৮১ জন ভোটার। এর মধ্যে বৈধ ভোট সংখ্যা ২৩ হাজার ৬৪৪ ভোট। আর বাতিল হয়েছে ২৩৭ ভোট। নাগরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। অপর জন মো. মমেন মিয়া (জাতীয় পার্টি) পেয়েছেন ১৯৪ ভোট।
অপরদিকে গাজীপুর সদরের বাড়িয়া ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (আনারস) মো. হাবিবুর রহমান খান ৯ হাজার ৮৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অপর স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল) আক্তার উজ্জামান শুকুর পেয়েছেন ৬হাজার ২২৬ ভোট। তবে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) মো. জহিরুল ইসলাম ৫হাজার ৯০৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। অপরজন জাকের পাটির (গোলাপ ফুল) মো. আতাউর রহমান (আক্তার) পেয়েছেন ৯৯ ভোট।
এ ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২২হাজার ৬৪৬ জন। এর মধ্যে বৈধ ভোট সংখ্যা হলো ২২হাজার ১০৭ এবং বাতিল হয়েছে ৫৩৯ ভোট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।