নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরের বড় দেওড়া ফকির মার্কেটের সামনে থেকে আনসারুল্লাহ বাংলা টিম এর এক সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট। এটিইউ লিগ্যাল এন্ড মিডিয়া সোমবার এক বিজ্ঞপ্তিতে জানান, রোববার বিকেলে এটিইউ এর চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
আটককৃত আনসারুল্লাহ বাংলা টিম সদস্য হলো- ঝিনাইদহের মহেশপুর থানার তৈলটুপি গ্রামের মো. ওয়াহেদ মিয়ার ছেলে মো. রাশিদুল ইসলাম। তার কাছ থেকে জিহাদী বই-পুস্তিকা, ১টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে তারা দীর্ঘদিন যাবত অনলাইন প্রচরণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
আটককৃত আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) সদস্যের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গী পশ্চিম থানায় মামলা প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।