নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের পাঁচটি উপজেলায় করোনার বিস্তার দিনকে দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮৮ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনা পজেটিভে আক্রান্তে সংখ্যা ২ হাজার ৬৭৩ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
ডা. খায়রুজ্জামান জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫১০ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে আরও ৮৮ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছে গাজীপুর সদর উপজেলায় ৪৬ জন, কালিয়াকৈরে ১৬, কালীগঞ্জে ১৫, কাপাসিয়ায় ৩ এবং শ্রীপুর উপজেলায় ৮ জন।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, সর্বমোট ১৯ হাজার ৫০৯ জনের নমুনা পরীক্ষা শেষে জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে দুই হাজার ৬৭৩ জনের। আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ১ হাজার ৬৯০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩২৯, শ্রীপুরে ২৭৭, কালীগঞ্জে ২১৫ এবং কাপাসিয়া উপজেলায় ১৬২ জন রয়েছেন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ২৮ জন এবং সুস্থ্য হয়েছে ৪১৩ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।