নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের পাঁচটি উপজেলায় করেনায় নতুন করে আরও ১০২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার ১৮৯ জন।
এদিকে করোনার উপসর্গ নিয়ে গাজীপুস্থ কোভিড ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. আশরাফ এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪২৭ জনের নমুনা পরীক্ষার পর নতুন করে আরও ১০২ জনের দেহে করোনা ভাইরাস পজিটিভ সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৪১ জন, কালিয়াকৈর উপজেলায় ছয় জন, কালীগঞ্জ উপজেলায় ১৯ জন, শ্রীপুর উপজেলায় ৩৪ জন এবং কাপাসিয়া উপজেলায় দুজন রয়েছেন।
জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, সর্বমোট ২২ হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে তিন হাজার ১৮৯ জনের।
আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় (সিটি করপোরেশনসহ) ২০০১ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৭৪ জন, শ্রীপুর উপজেলায় ৩৪৪ জন, কালীগঞ্জ উপজেলায় ২৭৬ জন এবং কাপাসিয়া উপজেলায় ১৯৪ জন।
জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জন আর সুস্থ হয়েছেন ৬২৩ জন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডা. আশরাফ জানান, করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে আইসোলেশনে ভর্তি অবস্থায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।