Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গাজীপুরে ৬০ বছর বয়সি আরও এক ব্যক্তি মারা গেছেন।
বুধবার (৩ জুন) রাতে কোভিড ডেডিকেটেড শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. খলিলুর রহমান জানান, গতকাল রাতেই ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। রাত ১১টা ৫০ মিনিটের দিকে তিনি মারা যান। নিহত ব্যক্তির বাড়ি গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায়। এর আগে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালকে কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল ঘোষণার পর গত ২৩ মে করোনায় আক্রান্ত আরও এক ব্যক্তির মৃত্যু হয়। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার বাসিন্দা ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।