গাজীপুরে কারখানায় এসি বিস্ফোরণে আহত ৪

গাজীপুরে কারখানায় এসি বিস্ফোরণে আহত ৪

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে এসি বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। সোমবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরাশপাড়া এলাকার পেট্রিওয়েট ইকো অ্যাপারেল এক্সেসোরিজ লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গাজীপুরে কারখানায় এসি বিস্ফোরণে আহত ৪আহতরা হলেন, কারখানাটির নিরাপত্তাকর্মী সোহাগ (৩৫), এসি মেরামতকারী রবিন (২৮), আলমগীর (৩৪) ও রফিক (৩২)। এদের মধ্যে রফিক প্রাথমিক চিকিৎসা শেষে ফিরে যান। অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নতি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারখানা সূত্রে জানা যায়, কারখানাটিতে তৈরি পোশাক সংশ্লিষ্ট মালামাল তৈরি করা হতো। সোমবার সন্ধ্যায় কারখানাটির এয়ার কন্ডিশন (এসি) মেরামতের কাজ করছিলেন তিনজন বৈদ্যুতিক মিস্ত্রি। এ সময় হঠাৎ এয়ার কন্ডিশনের বহিরাগত মেশিনটির বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শহীদুল ইসলাম বলেন, আহতদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে ও জখমের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে প্যাট্রিওয়েট ইকো অ্যাপারেল এক্সেসোরিজ লিমিটেড কারখানাটির কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

শত আশ্বাসেও ঈদ যাত্রায় কাটছে না শঙ্কা