নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে আকাশ খান নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাসহ ছয়জনের নামে চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার (৩০ মে) টঙ্গী পূর্ব থানায় শিরিন সরকার কনা (৪৮) নামে এক নারী এ মামলা করেন।
আকাশ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টঙ্গী পূর্ব থানার সদস্যসচিব। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১২ জনকে আসামি করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন- টঙ্গী পূর্ব থানার ইমতিয়াজ শুভ (২২), মোক্তার (২০), ইফতেখার শুভ (২১), আসিফ (২০) ও পিয়াস ঘোষ প্রিন্সসহ (২২)।
মামলার বাদি শিরিন সরকার কনা টঙ্গী পূর্ব থানাধীন মধ্য আরিচপুর (শেরে বাংলা রোড) এলাকার মৃত নায়েব আলী সরকারের মেয়ে ও আবুল হোসেনের স্ত্রী।
এদিকে এ চাঁদা দাবির ঘটনার ১৯ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার রাতে টঙ্গী পূর্ব থানার সামনে কয়েকজন যুবক আকাশ খানকে জিজ্ঞাসা করছেন, তিনি কেন ওই নারীর বাসায় গিয়ে তার স্বামীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন, একপর্যায়ে কেন সেখান থেকে ২৬ হাজার টাকা নিয়ে এসেছেন।
এসব প্রশ্নের জবাবে আকাশ খান বলেন, ‘আমি টাকা নিইনি, আমার পাশের ছেলেরা নিয়েছে।’
শিরিন সরকার কনা মামলার এজাহারে উল্লেখ করেন, ‘বুধবার (২৮ মে) রাত সাড়ে ১০টার দিকে আসামিরা অজ্ঞাত সহযোগীদের নিয়ে আমার বাসায় আসে। তারা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে ও আমার স্বামী আবুল হোসেনের নামে চারটি মামলা রয়েছে বলে জানায়। তারা মামলাগুলো সমাধান করে দেওয়ার কথা বলে আমাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দিলে আমার স্বামীকে নিয়ে যাওয়ার হুমকি দেয়। একপর্যায়ে তাদের ভয়ে আমরা ৫ লাখ টাকা চাঁদা দিতে রাজি হই। আমাদের বাসায় ৫ লাখ টাকা না থাকায় পরদিন দেওয়ার কথা বললে তারা আমাদের চাপ সৃষ্টি করে। পরে ভয়ে তাদের নগদ ২৫ হাজার টাকা দিই। বাকি টাকা বৃহস্পতিবার সকালে পরিশোধ করার কথা বললে একশ টাকার স্ট্যাম্পে আমার সই নিয়ে তারা চলে যায়। বৃহস্পতিবার সকাল ১০টায় আসামিরা আমার বাসার সামনে এসে আমাদের না পেয়ে আমার ছেলের ফোনে কল দিয়ে দাবিকৃত চাঁদার টাকা চায়। চাঁদার টাকা সময়মতো না দিলে আমার পরিবারের লোকজনদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো এবং আমাদের রাস্তাঘাটে খুন-জখমের হুমকি দেয়।’
বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে থানা অভ্যন্তরে আসামি আকাশ খানের সঙ্গে ভুক্তভোগীদের দেখা হয়। এসময় সেখানে আকাশ খানের কাছে টাকা আদায় ও চাঁদা দাবির যৌক্তিক কারণ জানতে চান ভুক্তভোগী। একপর্যায়ে ভুক্তভোগীর স্বজনদের সঙ্গে আসামিদের বাকবিতণ্ডা হলে ঘটনার লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ও ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ওইদিন ঘটনাটি গভীর রাত পর্যন্ত সমাধানের চেষ্টা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের নেতৃবৃন্দ।
শুক্রবার বিকেলে সংগঠনটির গাজীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক নাবিল আল ওয়ালিদ সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব থানা ও ওয়ার্ডের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যদি কেউ তার পদ ব্যবহার করে কোনো অপকর্ম করে তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা কমিটি দায়ী থাকবে না এবং সব ধরনের আইনগত ব্যবস্থা নিতে সাহায্য করবে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘চাঁদা দাবির ঘটনায় থানায় এক নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।’
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.