জুমবাংলা ডেস্ক: শিল্প অধ্যুষিত গাজীপুর জেলায় বেকারদের কর্মসংস্থানের জন্য ৭ ও ৮ জানুয়ারি চাকরি মেলার আয়োজন করেছে গাজীপুর জেলা প্রশাসক। চাকরি মেলায় ছোট-বড় ৪০টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে গাজীপুর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) মো. ওয়াহিদ হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানান।
এতে জানানো হয়, আগামী ৭ ও ৮ জানুয়ারি গাজীপুর জেলা প্রশাসক বেকারদের কর্মসংস্থানের জন্য চাকরি মেলার আয়োজন করেছে। মেলায় ওয়ালটন, বেক্সিমকো টেক্সটাইল লি., স্কয়ার টেক্সটাইল মিলস লি., স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি., নেসলে বাংলাদেশ লি., প্রাণ আরএফএল গ্রুপ, বাটা গ্রুপ, ইপিলিয়ন গ্রুপসহ ছোট-বড় ৪০টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে। চাকরি মেলায় ২০০-৩০০ জন বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে।
এতে আরও জানানো হয়, দুই দিনব্যাপী চাকরি মেলাটি হবে গাজীপুর ভাওয়াল রাজবাড়ী মাঠে। সরকারি বিভিন্ন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ জেলা প্রশাসনের দক্ষতা উন্নয়ন বিষয়ক তথ্য সম্বলিত স্টল থাকবে।
মেলায় বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা তাদের কাজ করার দক্ষতা, অভিজ্ঞতা বিনিময় করবেন। ক্যারিয়ার বাছাই, জীবন বৃত্তান্ত প্রস্তুতকরণ, উদ্যোক্তা হিসেবে কাজ করা ও দক্ষতা কীভাবে বৃদ্ধি করা যায়; সেই বিষয় নিয়ে মূল্যবান পরামর্শ দেনে। চাকরি ও ব্যবসার জন্য প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি ও ভাষাগত দক্ষতা কীভাবে বৃদ্ধি করা যায়, এর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।