নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার মাধবপুর এলাকায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মধ্যরাতে চীনা মালিকানাধীন একটি ব্যাটারি তৈরির কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা কারখানা থেকে নতুন ব্যাটারি, ব্যাটারি তৈরির কাঁচামালসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করেছে। এ ঘটনায় শুক্রবার (১৮ এপ্রিল) রাতে কাশিমপুর থানায় মামলা করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে কারখানার দেয়াল টপকে ডাকাত সদস্যরা ভিতরে প্রবেশ করে তিন নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে ফেলে। পরে তাদের কাছে থাকা চাবি নিয়ে মুল গেইট খুলে ভেতরে একটি পিকআপ ভ্যান নিয়ে ভেতরে প্রবেশ করে ডাকাত দলের সদস্যরা।
এ সময় ভেতরে থাকা নতুন ব্যাটারি, ব্যাটারি তৈরির মালামাল, দুটি ল্যাপটপ ও ৭টি কম্পিউটার, সিসি ক্যামেরা ডিভাইস নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের দাবি- ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা।
কারখানার পরিচালক ইউই জুয়ের সহকারী দোভাষী মো. সুমন মিয়া জানান, ডাকাতরা কারখানার ব্যাটারি তৈরির মালামাল , ল্যাপটপ, কম্পিউটার, সিসি ক্যামেরার কন্ট্রোল বক্সসহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় শুক্রবার থানায় একটি মামলা হয়েছে। মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।