নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে ভুয়া সিল ব্যবহার করে জমির জাল দলিল ও পর্চা তৈরির সময় হাতেনাতে এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (২২ অক্টোবর) বিকেলে জয়দেবপুরের চেয়ারম্যান পাড়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ভুয়া দলিল, পর্চা ও সরকারি বিভিন্ন নথিপত্র তৈরি করে আসছিল। গাজীপুরের বিভিন্ন এলাকায় একই জমির একাধিক দলিলের অভিযোগ সেনাবাহিনীর কাছে আসলে তারা তদন্ত শুরু করে। তদন্তে জালিয়াত চক্রটির সন্ধান মেলে। চক্রটির মূলহোতা হিসেবে স্থানীয় দলিল লেখক হাবিবুল্লাহকে চিহ্নিত করা হয়েছে।
অভিযানে সোহেল রানা নামে এক ব্যক্তিকে ভুয়া সিল ও নকল নথিপত্রসহ আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে সোহেল রানা জানান, “আমি শুধু সাপ্লাই দিই, কাগজপত্র অফিসের মালিক হাবিবুল্লাহ দেন। জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী আশরাফ নামের একজন এখানে নিয়মিত আসতেন।”
অভিযান পরিচালনাকারীরা জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জাল দলিল, ভুয়া সিল ও নথিপত্র উদ্ধার করা হয়েছে। চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী জড়িত আছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
গাজীপুর সদর মেট্রো থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, “ভূমি অফিসের গুরুত্বপূর্ণ নথি এখান থেকে নকল করে সরবরাহ করা হচ্ছিল—এমন অভিযোগ সেনাবাহিনীর কাছে আসে। পরে আমরা যৌথভাবে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাই। এখন চক্রটির মূলহোতা ও সহযোগীদের শনাক্তে কাজ করছি।”
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর গাজীপুর ক্যাম্পের মেজর ওয়ালিউল্লাহ, গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল, পুলিশ ও সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।