Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে মসজিদেই মৃত্যুরকোলে ঢলে পড়লেন মো. আবির (৫০) নামে এক ব্যক্তি।
তিনি কিশোরগঞ্জ জেলা সদরের কারুয়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে। মো. আবির গাজীপুর শহরের জয়দেবপুর বাজার মসজিদ রোডে রেমন্ড টেইলার্সের একজন কর্মচারী।
মসজিদ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক আ. রাজ্জাক জানান, জুমা’র নামাজ শুরু হওয়ার আগে চার রাকাত সুন্নত নামাজ আদায় করার পর সালাম ফিরে পাশের এক মুসল্লিকে বলতে থাকেন আমার খুব খারাপ লাগছে। এ কথা বলেই মো. আবির ঢলে পড়েন এবং মসজিদের ভেতরেই মৃত্যুবরণ করেন। পরে তার স্বজনদের খবর দেয়া হয়। বিষয়টি সদর থানার পুলিশকে অবহিত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।