নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছেন কবির হোসেন (৩৫) নামের এক তবলাবাদক। এ ঘটনায় আহত হয়েছেন তার ১২ বছর বয়সী ছেলে আবির হোসেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার ধনুয়া গ্রামের চিল্লানিবাড়ি মোড়ে জৈনা বাজার-গাজীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন ধনুয়া গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। স্থানীয়ভাবে তিনি তবলাবাদক হিসেবে পরিচিত ছিলেন এবং রাতে ওষুধের দোকান বন্ধ করে নিয়মিত মোটরসাইকেলে বাড়ি ফিরতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সেদিন রাত সাড়ে ১১টার দিকে কবির হোসেন তার ছেলে আবিরকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে কবির ঘটনাস্থলেই মারা যান এবং তার ছেলে রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আবিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, ওই সড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটাচ্ছে। তারা দ্রুত ট্রাকচালককে গ্রেপ্তার ও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।