নিজস্ব প্রতেবদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশা ধাক্কা দিলে আনসারুল (৬০) নামে এক ধান কাটার শ্রমিক নিহত হন। একটি ঘটনায় আহত হন আরও তিনজন শ্রমিক।
বুধবার (২৩ এপ্রিল) ভোররাতে উপজেলার মাওনা-বরমী আঞ্চলিক সড়কের উজিলাব এলাকার ন্যাশনাল ফিড মিলের সামনে দুর্ঘটনাটি ঘটে ।
নিহত আনসারুল রংপুরের বদরগঞ্জ উপজেলার সরদারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কয়েকজন শ্রমিকসহ ধান কাটার কাজে এসেছিলেন গাজীপুরে।
আঅন্যদিকে, হত তিনজন শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাত থেকে ন্যাশনাল ফিড মিলের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ভোররাতে পাঁচজন শ্রমিক নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মাওনা চৌরাস্তা থেকে বরমী বাজারের দিকে যাওয়ার সময় ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আনসারুল মারা যান।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা যানবাহনের যথাযথ সংকেত না থাকায় এমন দুর্ঘটনা প্রায়শই ঘটছে বলে অভিযোগ তাদের।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, “দুর্ঘটনার পর সিএনজিচালক পালিয়ে গেছেন। নিহত ও আহতরা সবাই ধান কাটার শ্রমিক ছিলেন। ট্রাকটি কার এবং কী কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল, সেটি খতিয়ে দেখা হচ্ছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।