নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে কৃষি উপকরণ তৈরি ও বিপণন এবং অ্যাগ্রো কেমিক্যাল তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০৯ জুলাই) বিকেলে গাজীপুর মহানগীর কোনাবাড়ি থানার বাঘিয়া নছের মার্কেট এলাকায় মাসকো অ্যাগ্রো কেমিক্যাল এবং ইউনিসন অ্যাগ্রো কেমিক্যাল নামে দুই কারখানায় এ অভিযান চালানাে হয়।
গাজীপুরের বাজার কর্মকর্তা আব্দুস সালাম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেয়া সংবাদের ভিত্তিতে নগরীর বাঘিয়া এলাকার ওই দুই কারখানায় অভিযান চালানাে হয়। কারখানা দুটিতে অ্যাগ্রো কেমিক্যাল উৎপাদনের কোনো অনুমতি নেই। এরপরও তারা অ্যাগ্রো কেমিক্যাল উৎপাদন করেছে।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, কারখানা দুটিতে অ্যাগ্রো কেমিক্যাল ও পণ্য উৎপাদনের বৈধ অনুমতি না থাকায় মাসকো অ্যাগ্রো কেমিক্যাল কারখানাকে এক লাখ টাকা এবং ইউনিসন অ্যাগ্রো কেমিক্যাল কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানা দুটির উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। অভিযানকালে গাজীপুর এনএসআই কর্মকর্তা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।