নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে কয়েকটি অবকাঠামো নির্মাণের একটি সমন্বিত পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের জন্য ভারতের ইআইসি ওয়াটার টেকনোলজি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের পক্ষে সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভারতীয় ইআইসি কোম্পানির পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবু যায়েদ মাহমুদ এ চুক্তিতে স্বাক্ষর করেন।
মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয় সারফেস ওয়াটার রিটেনশন পন্ড, ট্রিটমেন্ট প্লান্টসহ কয়েকটি অবকাঠামো নির্মাণের ওই চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, ভারতের ওআইএন আয়ন এক্সচেঞ্জ ইন্ডিয়া লিমিটেডের সিনিয়র ম্যানেজার দেবাসিশ সরকার ও ওয়াই এন ইন্ডিয়া লিমিটেড টেকনিক্যাল অ্যাডভাইজার মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।
গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশন একটি নতুন শহর। এখানে পানি সাপ্লাইয়ের কোন ব্যবস্থা নেই। এর জন্য আমরা ভারতের একটি কোম্পানির এবং ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে চুক্তি করেছি। এটি ১১ থেকে ১২ হাজার কোটি টাকার প্রজেক্ট।’
আমরা গাজীপুর সিটি করপোরেশনের কলকারখানাসহ প্রায় সাড়ে তিন লাখ গ্রাহককে সাপ্লাইয়ের পানি দিতে চাই। সে জন্য আমরা প্রাথমিকভাবে স্বাক্ষর করেছি। আমাদের সরকারের সহযোগিতায় ভারত ও বাংলাদেশ যৌথভাবে এ কাজটি করার জন্য একমত হয়েছি। এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা কাজটা দ্রুত শুরু করতে চাই। যদি আমরা কাজটা শুরু করতে পারি, তাহলে সিটির তিন থেকে চার লাখ পরিবার সরাসরি সাপ্লাইয়ের পানির সুবিধা পাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।