নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে একজন সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) শিল্প পুলিশের ২৮ সদস্য করোনাভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত হয়েছেন । তাঁদের সংস্পর্শে থাকায় আরও ৫০ পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।
এছাড়া, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার দুই সহকারী উপ-পরিদর্শক ও ৬ পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছে ।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) শিল্প পুলিশের একজন সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) ১৭ পুলিশ সদস্যের কোভিড-১৯ শনাক্ত হয়েছে ।
একই দিন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার ৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর আগে গত ২৭ মে গাজীপুর শিল্প পুলিশের একজন পরিদর্শকসহ ৫ সদস্য পুলিশ এবং গত ২৯ মে আরও ৬ সদস্য পুলিশ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছিলেন ।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার (এসপি) সিদ্দিকুর রহমান বলেন, ‘করোনা সংক্রমনের লক্ষণ দেখা দেয়ায় গত ১৮ মে পুলিশ সদস্যদের নমুনা দেওয়া হয়েছে।
২৭ মে পাওয়া রিপোর্ট অনুযায়ী একজন পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্ট) ও ৪ পুলিশ সদস্যের কোভিড-১৯-এ শনাক্ত হয়েছিলেন।
এরপর গত ২৯ মে আরও ৬ পুলিশ সদস্যের এবং সর্বশেষ বুধবার (৩ জুন) নতুন করে শিল্প পুলিশের একজন সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) আরও ১৭ পুলিশ সদস্যের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
তাঁরা সকলেই আইসোলেশনে আছেন। এ ছাড়াও তাঁদের সংস্পর্শে থাকা আরও ৫০ পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।