নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মহাসড়কে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে নিতে মাইকিং করেছে নাওজোড় হাইওয়ে পুলিশ।
রোববার (১৮ মে) বিকেলে মহাসড়কের বিভিন্ন অংশে মাইকিং করে দোকানিদের ফুটপাত খালি করার নির্দেশ দেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রইজ উদ্দিন।
নাওজোড় হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ফুটপাত দখলের কারণে পথচারী ও যানবাহনের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। একাধিকবার সতর্ক করার পরও অনেকেই অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
ওসি রইজ উদ্দিন বলেন, “এর আগেও মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। এবার মাইকিংয়ের মাধ্যমে সবাইকে জানানো হলো। এরপরও যারা অবৈধ দখলে থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে চন্দ্রা এলাকায় ফুটপাত দখল নিয়ে যানজট ও জনভোগান্তি চরমে উঠেছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, দখলদারদের উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.