নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লাকে তিন সহযোগীসহ আটক করেছে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (৩১ মে) ভোরে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার ও মাস্টারবাড়ি এলাকা হতে তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি টিম বাঘেরবাজার এবং মাস্টারবাড়ি এলাকায় অভিযান চালায়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লাকে আটক করে তারা। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার তিন সহযোগী অপু, নাহিদ ও জাহিদকে আটক করা হয়। আটকদের কাছ থেকে বিশালাকৃতির রামদা, ছুরি ও চাপাতিসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, কিশোর গ্যাং লিডার ইলিয়াস মোল্লার নেতৃত্বে তার বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে বাঘের বাজারসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। সে স্থানীয় জায়ান্ট টেক্সটাইল কারখানা এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির সঙ্গে সরাসরি জড়িত। এছাড়াও সম্প্রতি সে সেনাবাহিনীর টহল টিমের সামনে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসের মহড়া দেয়।
কুখ্যাত সন্ত্রাসী ইলিয়াস মোল্লা গ্রেফতারের ঘটনায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, ইলিয়াস মোল্লার বিরুদ্ধে জয়দেবপুর থানায় ৪টি মামলা রয়েছে। আটক চারজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.