নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরারচালা গ্রামে অবস্থিত ‘নীট হরাইজন’ গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়েন। সকাল সাড়ে ৭টা থেকে কয়েক হাজার শ্রমিক কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, মঙ্গলবার (২২ এপ্রিল) কারখানার ৩০ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করা হয়। এরপর শ্রমিকরা কর্মবিরতি পালন করলে কর্তৃপক্ষ পুনঃনিয়োগের প্রতিশ্রুতি দেয়। কিন্তু বুধবার সকালে শ্রমিকরা কাজে এসে দেখতে পান কারখানার প্রধান ফটকে তালা ঝুলছে এবং সেখানে ‘অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ’ সংক্রান্ত একটি নোটিশ টানানো রয়েছে।
তারা আরো অভিযোগ করেন, শুধুমাত্র আইন দেখিয়ে তাদের ন্যায্য পাওনাকে উপেক্ষা করা যায় না। তারা দ্রুত পাওনা পরিশোধ এবং কারখানা পুনরায় চালুর দাবি জানান।
শ্রমিক শাহরিয়ার হাসান জয় বলেন, “বিনা নোটিশে কারখানা বন্ধ করে দিয়েছে, অথচ আমাদের বকেয়া বেতন এখনো দেয়নি। এটা চরম অন্যায়।”
শ্রমিক লামিয়া আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা এক মাসের বেতন পাইনি। শ্রমিকদের জীবনের কোনো মূল্য নেই? আমাদের পরিবার কষ্টে আছে। এই অবস্থায় আমাদের কণ্ঠ কে শুনবে?”
লিলি আক্তার নামের আরেকজন শ্রমিক বলেন, “আমরা শিশুদের রেখে কারখানায় আসি, রক্ত পানি করে কাজ করি। মাস শেষে বেতনের আশায় থাকি। অথচ এই অন্যায় আমাদের সইতে হচ্ছে।”
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, “বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ধারা ১৩(১) অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা হবে।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল জানান, “ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের সঙ্গে কথা বলার পর তারা অবরোধ তুলে নেন এবং বেলা সাড়ে ১১টার দিকর যান চলাচল স্বাভাবিক হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।