নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরে সরকারি নির্দেশ অমান্য করে পরীক্ষা এবং ক্লাস নেওয়ার অভিযোগে এক স্কুলের মালিককে কারাদণ্ড ও তিন স্কুলের শিক্ষিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ জুলাই) সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকায় ওই অভিযান চালানো হয়।
ওই ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাবেয়া পারভেজ জানান, সরকারি নির্দেশনা অমান্য করে স্কুলের কার্যক্রম চালানো হচ্ছে এমন অভিযোগ পেয়ে সকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কোনবাড়ির জরুন এলাকায় জরুন ন্যাশনাল স্কুলে ক্লাস ফাইভ ও ক্লাস এইটের ছেলে মেয়েদের পরীক্ষা ও ক্লাস চলমান পাওয়া যায়।
সরকারি নির্দেশ অমান্য করার দায়ে ওই স্কুলের মালিক শহিদুল ইসলামকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী স্কুলের শিক্ষিকা দুলালী বেগমকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
এছাড়া, একই অপরাধে কোনাবাড়ির হরিনাচালা এলাকার অরবিট এ- কেয়ার স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলামকে দশ হাজার জরিমানা এবং অক্সফোর্ড মাইলস্টোন স্কুলের শিক্ষক রবিন হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।