Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home গাজীপুরে ৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের ‘ছায়াসঙ্গী’ জাহাঙ্গীর আলম
    গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

    গাজীপুরে ৪টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের ‘ছায়াসঙ্গী’ জাহাঙ্গীর আলম

    rskaligonjnewsDecember 20, 20234 Mins Read
    Advertisement


    নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের ৫টি আসনের মধ্যে ৫টিতেই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী নিজ দলের নেতারা। এর মধ্যে ৪ আসনেই সমানে সমান লড়াই হলেও কিছু ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের এগিয়ে থাকার আভাস মিলছে। গাজীপুর-৩ আসন ছাড়া সবগুলো আসনেই স্বতন্ত্র প্রার্থীর ‘ছায়াসঙ্গী’ হিসেবে কাজ করছেন গাসিকের আলোচিত সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

    স্বতন্ত্র প্রার্থীদের ‘ছায়াসঙ্গী’ জাহাঙ্গীর আলমসাবেক মহানগর আওয়ামী লীগের সাবেক এই নেতার জনপ্রিয়তাও কম নয়। নির্বাচনের তফসিল ঘোষণার আগ থেকে গাজীপুরের সংসদীয় ৫টি আসন প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার ঘোষণা দেন তিনি। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের হয়েই কাজ করছেন তিনি। গত কয়েকদিন ধরে গাজীপুর ১, ২ ও ৫ আসনের স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে জাহাঙ্গীরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। সোমবার প্রতীক বরাদ্দের পর জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে প্রচারণায় অংশ নেন। জেলা শহরের রাজবাড়ী মাঠে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য উপস্থিত নেতাকর্মীদের উদ্বুদ্ধ করেন।

    গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটি কর্পোরেশনের আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তার সঙ্গে স্বতন্ত্র হিসেবে লড়ছেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।

    গাজীপুর-২ (গাজীপুর সদর ও টঙ্গী) আসনে আওয়ামী লীগের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তার আসনে স্বতন্ত্র হিসেবে লড়ছেন নিজ দলের দুজন। একজন গাজীপুর মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি কাজি আলিম উদ্দিন। আরেকজন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।

    গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যাপক রুমানা আলি টুসি। তার প্রতিপক্ষ হিসেবে স্বতন্ত্রে লড়ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওই আসনের বর্তমান সদস্য ইকবাল হোসেন সবুজ।

    তবে, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তাজ উদ্দিনের কন্যা সিমিন হোসেন রিমি। তার আসনে স্বতন্ত্র প্রার্থী কৃষকলীগের উপদেষ্টা আলম আহমেদের মনোনয়ন বাতিল হলেও মঙ্গলবার হাইকোর্ট থেকে বৈধতা পেয়েছেন।

    গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা আখতারুউজ্জামান।

    সাধারণ ভোটার ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গাজীপুরের-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল, গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিন ও গাজীপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান; তিন জনই পেয়েছেন ট্রাক প্রতীক। তাদের পক্ষে কাজ করছেন জাহাঙ্গীর আলম। প্রতীক বরাদ্দের পর গাজীপুর ১, ২ ও ৫ নং আসনের স্বতন্ত্র প্রার্থী এক মঞ্চে নির্বাচনী প্রচারণা করেছেন। যেহেতু জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে কাজ করছে, এজন্য নির্বাচন তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে ধারণা করা যাচ্ছে। ইতোমধ্যে জমে উঠেছে নির্বাচন। তবে, জাহাঙ্গীর আলম স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার ফলে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

    কোনাবাড়ি মেট্রো থানা আওয়ামী লীগের নেতা নাজমুল হোসেন বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রী আমাদের এলাকায় তেমন কোনও কাজ করেননি। এজন্য আমরা একজন তরুণ নেতৃত্ব চাই। যেহেতু জাহাঙ্গীর আলম আমাদের নেতা, তিনিও নেতৃত্বে পরিবর্তন চান; এজন্য আমরা রেজাউল করিমের পক্ষে কাজ করছি। নেতার পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থীকে বিজয়ী করার সবুজ সংকেত পেয়েছি, এরপর থেকেই মাঠে কাজ করছি।

    ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের সাবেক মেট্রো থানার সভাপতি জাহাঙ্গীর আলম জিকু বলেন, গাজীপুর হচ্ছে আওয়ামী লীগের ঘাঁটি। সুতরাং, জাহাঙ্গীর আলম কার পক্ষে কাজ করছেন, এটি দেখার বিষয় না। ভোটের মাধ্যমে জবাব দেবে আওয়ামী পরিবারের সন্তানরা।

    গাজীপুর মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দ্বীপ বলেন, সত্যিকারের যারা দল করে, তারা কখনও নৌকার বিপক্ষে কাজ বা কথা বলবে না। আমাদের গাজীপুর-২ আসন জাহিদ আহসান রাসেলের হাতেই সুরক্ষিত। নির্বাচনে তিনিই জয়লাভ করবেন, আমরা সেভাবেই কাজ করছি। স্বতন্ত্রের পক্ষে কে কাজ করছেন বা না করছেন- এগুলো আমরা ভাবছি না।

    গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল বলেন, সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তির এলাকা গড়তে চাই। সিন্ডিকেট ভেঙে ফেলতে চাই। এ বিষয়ে জাহাঙ্গীর ভাই আমাকে শতভাগ সাপোর্ট দিচ্ছেন। তিনি আমার সঙ্গে আছেন। কাশিমপুর, কোনাবাড়ি এলাকার নেতাকর্মীরাও আমার পক্ষে কাজ করছেন। সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে।

    গাজীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আলিম উদ্দিন বুদ্দিন বলেন, জাহাঙ্গীর আলম আমার থেকে বয়সে ছোট কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে অসাধারণ। তিনি আমার সঙ্গে কাজ করছেন। ট্রাক মার্কার বিজয় নিশ্চিত হবে ইনশা আল্লাহ।

    এ বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, ভোটের জন্য, উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার কাজ যে করবে, আমি তার পক্ষে কাজ করবো। ২৫ মে প্রকাশ্যে ভোট চাইতে পারিনি, কিন্তু ৭ জানুয়ারির জন্য সবার কাছে ভোট চাইবো। কোন হুমকি-ধমকি দিয়ে কাজ হবে না। এই ভোট যেন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হয়, তার জন্য যা করা দরকার তাই করবো। আপামর জনগণের মার্কা ট্রাক, কারণ তারাও আওয়ামী লীগের ত্যাগী নেতা।

    গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ছায়াসঙ্গী’ ৪টি আলম আসনে গাজীপুর গাজীপুরে জাহাঙ্গীর! ঢাকা প্রার্থীদের বিভাগীয় সংবাদ স্বতন্ত্র
    Related Posts
    Bonna

    তলিয়ে গেল ফেনী, মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত

    July 8, 2025
    যমজ শিশুদের পানিতে

    যমজ শিশুদের পানিতে ফেলে হত্যা করে বাবা-মা

    July 8, 2025
    ফেনীতে ২৪ ঘণ্টায়

    ফেনীতে ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিপাত, দোকান-রাস্তায় ধস

    July 8, 2025
    সর্বশেষ খবর
    অভিযান

    তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দুর্নীতি অনুসন্ধানে দুদকের অভিযান

    golden visa uae

    UAE Golden Visa 2025: Indians Can Now Get Lifetime Residency in Dubai for Rs. 23 Lakh – All You Need to Know

    USA

    ট্রাম্পের ঘোষণার পর মার্কিন শেয়ারবাজারে ধস

    অনলাইন কোর্সে ভর্তি নিয়ম

    অনলাইন কোর্সে ভর্তি নিয়ম: জানুন সহজেই – আপনার ডিজিটাল শিক্ষার যাত্রা শুরু হোক ঝামেলামুক্তভাবে

    অর্থ উপদেষ্টা

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরে শুল্ক কমে আসবে আশা অর্থ উপদেষ্টার

    ফ্ল্যাট কেনার আগে জেনে নিন কেন অত্যন্ত জরুরী

    ফ্ল্যাট কেনার আগে জেনে নিন কেন অত্যন্ত জরুরী: আপনার স্বপ্নের বাসস্থান যেন দুঃস্বপ্নে পরিণত না হয়!

    Archita Phukan

    Archita Phukan: Assam’s ‘Babydoll Archi’ Steps Into Ad/ult Industry!

    পাকিস্তানে ভারি বৃষ্টি

    পাকিস্তানে ভারি বৃষ্টি ও ভূমিধসে প্রাণহানি ১৯

    কক্সবাজারে চবি শিক্ষার্থীর মৃত্যু

    সাগরের ঢেউয়ে ভেসে গেল চবির ৩ শিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার

    Neha Kakkar ‘exposed bra’ viral video

    Neha Kakkar’s ‘Exposed Bra’ Viral Video Sparks Outrage Online: Netizens Troll Outfit Choice

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.