জুমবাংলা ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ফরিদপুরে একটি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বুধবার (৩১ আগস্ট) ফরিদপুরের ৩নং আমলি আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট এই আদেশ জারি করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মানবিক বাংলাদেশ সোসাইটির পক্ষে সংগঠনের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান বাদী হয়ে মামলাটি করেছিলেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী কামাল হোসেন জানান, ফরিদপুরের ৩নং আমলি আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট ফরিদ উদ্দিনের আদালত আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
গত ২২ আগস্ট মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে সারা দেশে সাতটি মামলা হয়েছে। এসব মামলায় তিনি আগাম জামিনও পেয়েছিলেন।
একই অভিযোগে গত ২৫ নভেম্বর তাকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
ধার করা সন্তান দেখিয়ে মাতৃত্বকালীন ছুটিতে শিক্ষিকা, যেভাবে ধরা পড়লেন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।