স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ভারতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করে মার্টিন গাপটিলের ঝড়ো ইনিংসে ২০ ওভার শেষে ১৬৪ রানের পুঁজি পেয়েছে নিউজিল্যান্ড। জয়ের জন্য ভারতের লক্ষ্য ১৬৫ রান।
এদিন নিউজিল্যান্ড ইনিংসে ব্যাট হাতে ৪২ বলে ৭০ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন গাপটিল। তাকে সঙ্গ দিয়েছেন মার্ক চাপম্যান। তার ব্যাট থেকে এসেছে ৬৩ রান। এছাড়া কোনো ব্যাটসম্যানই ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি।
নিউজিল্যান্ড একাদশ: ড্যারিল মিচেল, মার্টিন গাপটিল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, রাচিন রাভিন্দ্রা, মিচেল স্যান্টনার, লোকি ফার্গুসন, টিম সাউদি (অধিনায়ক), টড এস্ট্রল ও ট্রেন্ট বোল্ট।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, ভেঙ্গাটেশ আয়ার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।