স্পোর্টস ডেস্ক: মিশরের রাজধানী কায়রোর শহরে একটি গির্জায় গত রবিবার ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এই ঘটনায় ১৮ জন শিশু সহ ৪১ জন অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়েছেন।
আহত হয়েছে অর্ধশতাধিক। সেই গির্জার সংস্কার এবং পুনর্নির্মাণের জন্য প্রায় ৩০ লাখ মিশরীয় ডলার দিয়েছেন সালাহ। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় দেড় কোটি টাকার মত। তিনি নিয়মিতই নানান জনকল্যাণমূলক কাজে দান করে থাকেন।
মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি গির্জাটি নতুন করে বানানোর কাজ শুরু করতে দেশটির সেনাবাহিনীকে আদেশ দিয়েছেন। নিয়মিতই জনকল্যাণ মূলক কাজ করে থাকেন সালাহ। দেশের প্রয়োজনে বরাবরই পাশে থাকেন মহানুভব এই ফুটবলার।
সানডে টাইমসের জরিপে জানা গেছে, যুক্তরাজ্যে ২০২২ সালে জনকল্যাণমূলক কাজে খরচ করাদের তালিকায় আট নম্বরে রয়েছেন সালাহ। এখন পর্যন্ত তিনি প্রায় আড়াই মিলিয়ন পাউন্ড দান করেছেন। যা তার মোট সম্পত্তির (৪১ মিলিয়ন পাউন্ড) প্রায় ছয় শতাংশের সমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।