Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home গুদামে ৮ হাজার কোটি টাকার পুরনো চাল
    জাতীয়

    গুদামে ৮ হাজার কোটি টাকার পুরনো চাল

    Shamim RezaSeptember 24, 20193 Mins Read
    Advertisement

    rise_gudamজুমবাংলা ডেস্ক : বোরো সংগ্রহ অভিযান শেষ হতেই জানা গেল, সরকারের গুদামেই নষ্ট হচ্ছে ৮ হাজার কোটি টাকার আমন চাল। বছরখানেক ধরে বিভিন্ন সিএসডি-এলএসডিতে এ চাল পড়ে রয়েছে। গত ১৯ সেপ্টেম্বর সারাদেশের খাদ্য বিভাগ থেকে আসা মজুদ সংক্রান্ত প্রতিবেদনে এমন তথ্য জানতে পেরেছে। ২ লাখ ৬ হাজার ২৭৪ টন এ চালের (প্রতিকেজি ৪০ টাকা) মূল্য ৮ হাজার ২৪০ কোটি টাকা। তবে চালের মূল্য বৃদ্ধি নিয়ে সরকার যখন বিব্রত, তখন বাজার স্থিতিশীল রাখতে কেন এ চাল ব্যবহার করা হয়নি, সে প্রশ্ন এখন ঘুরেফিরে আসছে।

    খাদ্য অধিদপ্তরের মতে, বোরো ১০ এবং আমন চালের বয়স ১২ মাস পার হলে এর গুণগতমান হ্রাস পেতে থাকে। অধিদপ্তরের হিসেবেই পুরনো চাল এ বছরের মধ্যে শেষ করতে না পারলে গুণগতমান হারাবে। বাংলাদেশের আবহাওয়ায় দেশে উৎপাদিত চাল কতদিন গুদামে মজুদ রাখা যায়? এমন প্রশ্নে খাদ্য বিভাগের একাধিক কর্মকর্তারা জানান, দানাদার খাদ্য বিশেষ করে চালের মান রক্ষার কতগুলো উপায় আছে। এগুলো প্রতিপালন করলে দেশে যে প্রক্রিয়ায় আমরা চাল সংরক্ষণ করে থাকি, তাতে এক-আধ বছর এ চাল মানুষের খাওয়ার যোগ্য থাকে।

    মেয়াদোত্তীর্ণ চালের ক্ষতিকর দিক প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের একাধিক সূত্র জানায়, সব খাদ্যপণ্যেরই একটা জীবনকাল থাকে। চালের বয়স বেড়ে গেলে তাতে এক ধরনের ছত্রাক ও পোকা জন্মায়। ফলে আলফাটক্সিন ও মাইক্রোটক্সিনের সৃষ্টি হয়। এটা মানবদেহের জন্য, বিশেষ করে শিশুদের জন্য খুবই ক্ষতিকর। তিনি বলেন, তখন এ ধরনের চাল বড়জোর গোখাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে সেটিও উদ্বেগের কারণ। যে গরু ওই চাল খাবে, সে গরুর মাংস খেলে মানুষও মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হতে পারে।

    খাদ্য অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহিদুর রহমান এ নিয়ে বলেন, চালের দাম যখন আকাশ ছুঁয়েছে, তখনই গুদামের এই বিপুল পরিমাণের চাল খাদ্য নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির আওতায় বিভিন্ন খাতে সরবরাহ করে কিছুটা হলেও বাজার স্থিতিশীল রাখা যেত। কিন্তু কেন তা করা হয়নি সেটা বোধগম্য নয়।

       

    বিদ্যমান বাস্তবতা বলছে, এ বছরের শুরুর দিকে চালের বাজার ঊর্ধমুখী হওয়ায় সরকারকে বিব্রত হতে হয়েছে। অথচ এসব চাল অবলীলায় রেখে দেওয়া হয়েছে গুদামে। সরকারের খাদ্য নিরাপত্তাবেষ্টনী কর্মসূচির (খাদ্যবান্ধব কর্মসূচি, বিজিডি, ভিজিএফ, ইপি-ওপিসহ নানা খাতে এ চাল বিতরণ হওয়া কথা ছিল। উদ্বেগের বিষয় হলো, হাজার হাজার কোটি টাকার পুরনো চাল নিয়ে বেকায়দায় থাকা খাদ্য অধিদপ্তর এখন চাইছে, মান ঠিক রেখে অগ্রাধিকারভিত্তিতে বিভিন্ন খাতে দ্রুত বিতরণ করতে। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বিষয়টি অবগত হয়ে আইআরটিসি, ডিআরটিসির মাধ্যমে সূচি জারি করে সুষম বণ্টনের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করতে। এই চাল শেষ না হওয়া পর্যন্ত নতুন বোরো চাল আটকা থাকবে গুদামে।

    সরকারি নীতিমালায় বলা হয়েছে, সরকারি টাকায় খাদ্যশস্য (চাল-গম) কেনার ৩ মাসের মধ্যেই বিতরণ করতে হবে। নইলে বাংলাদেশের আবহাওয়া ও খাদ্য গুদামের সংরক্ষণ ব্যবস্থার কারণে তা পরবর্তী ৩ মাসের মধ্যেই গুণগতমান হারাবে। অথচ ৯ মাস গুদামে পড়ে থাকা ২ লক্ষাধিক টন কেন বা কী উদ্দেশ্যে রেখে দেওয়া হয়েছে এর নেপথ্য কারণ অজানাই থাকছে।

    নীতিমালা অনুযায়ী, নতুন চাল গুদামে ঢোকার সময় তা ‘ডিসডি-৩’ অর্থাৎ খুব ভালো মানের বলে সার্টিফিকেট পেতে পারে। চাল গুদামে মজুদ করার সময়ই বলা হয়ে থাকে যেন পরবর্তী ৩ মাসের মধ্যে ওই চাল ভোগ করার ব্যবস্থা করা হয়। তিন মাস পার হলে একই চাল ‘ডিসডি-২’ গ্রেডে নেমে আসে। এ ক্ষেত্রে বলা হয় পরবর্তী ২ মাসের মধ্যে বিতরণ করতে। দুঃখজনক হলেও সত্যি, সরকারি চাল যত পুরনো ও দুর্গন্ধযুক্তই হোক না কেন, বরাবরই নিজেদের পরীক্ষাগার থেকে তা ‘খুব ভালো’ বলে সনদ পাচ্ছে। সূত্র : আমাদের সময়।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় ৮ কোটি গুদামে চাল টাকার পুরনো হাজার
    Related Posts
    খাগড়াছড়ি

    খাগড়াছড়িতে চলছে ১৪৪ ধারা, পরিস্থিতি থমথমে

    September 28, 2025
    প্রধান উপদেষ্টা

    দেশ পুনর্গঠনে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

    September 28, 2025
    ষষ্ঠী পূজা

    ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু আজ

    September 28, 2025
    সর্বশেষ খবর
    বৃষ্টি

    ফের লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

    খাগড়াছড়ি

    খাগড়াছড়িতে চলছে ১৪৪ ধারা, পরিস্থিতি থমথমে

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী

    জাতিসংঘে পাকিস্তান নিয়ে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

    আইএমএফ

    বিদেশি ঋণ গ্রহণে বাংলাদেশের ওপর শর্ত আরোপ আইএমএফের

    প্রধান উপদেষ্টা

    দেশ পুনর্গঠনে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

    ষষ্ঠী পূজা

    ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু আজ

    সরকার বিরোধী বিক্ষোভ

    পেরুতে জেন-জি তরুণদের বিক্ষোভ অব্যাহত, প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের পদত্যাগ দাবি

    শেখ হাসিনা

    আজ শেখ হাসিনার মামলায় শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, হবে সরাসরি সম্প্রচার

    গ্রেপ্তার

    সাবেক শিল্প প্রতিমন্ত্রীর ছেলে শাহেদ আহমেদ মজুমদার গুলশান থেকে গ্রেপ্তার

    সিজদা

    আল্লাহর কৃতজ্ঞতায় নবীজি (সা.)-এর সিজদা

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.