জুমবাংলা ডেস্ক : দেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড হয় না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘দেশে গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। সরকার চায় না কেউ গুম হোক। বিচারবহির্ভূত হ ত্যা র শিকার হোক। এ ধরনের কোনো ঘটনা ঘটলে শেখ হাসিনার সরকার দায়ীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবে।
গতকাল শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এ কে আব্দুল মোমেন বলেন, ‘সব দেশেই খুন-গুমের ঘটনা ঘটে, এর জন্য সরকার দায়ী নয়। বরং যারা খুন-গুমের ঘটনা ঘটায় তাদের শাস্তি দিতে সরকার সর্বদা সচেষ্ট থাকে। ’
তিনি বলেন, ‘হঠাৎ কোনো একটা ঘটনা ঘটলে আমাদের গণমাধ্যম এ নিয়ে হৈচৈ শুরু করে। বিদেশে বিচারবহির্ভূত হ ত্যা র ঘটনা অসংখ্য ঘটে। আমাদের গণমাধ্যম এটা নিয়ে সরব হয় না। বিদেশিদের কাছে যান আমাদের নিজেদের সমস্যা বলতে। এটা ঠিক নয়। ’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।