
জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের গজাইল গ্রামে মিথ্যা চরিত্রহীনা অপবাদ দিয়ে গৃহবধূ বিলকিস খাতুনের(৩৪) মাথার চুল মাছকাটা বটি দিয়ে কেটে দেওয়ার ঘটনায় দায়ের হওয়া বহুল আলোচিত ও চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি উধুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুর রশিদ অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিজ আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। এই আদালতের বিজ্ঞ বিচারক নজরুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আবেদন নাকচ করে দিয়ে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের নির্দেশে এদিন দুপুরে জিআরপি পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করেন। এ আদালতের জিআরও রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন,কোর্ট সাব-ইন্সপেক্টর প্রদ্দুৎ কর ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাদিক আজমূল হোসেন।
রাষ্ট্রপক্ষের কোর্ট সাব-ইন্সপেক্টর প্রদ্দুৎ কর জানান,মিথ্যা অপবাদ দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুর রশিদ ও তার ৪ সহযোগী একই ইউনিয়নের গজাইল গ্রামের ২ সন্তানের জননী ও কৃষক জাহাঙ্গীর হোসেনের স্ত্রী গৃহবধূ বিলকিস খাতুনের(৩৪) মাথার চুল মাছকাঁটা বটি দিয়ে গত ২৫ নভেম্বর রাতে কেটে দেয়।
চাঞ্চল্যকর এ ঘটনায় ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে ২ ডিসেম্বর উল্লাপাড়া মডেল থানায় ওই আওয়ামীলীগ লীগ নেতা ও তার ৪ সহযোগীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে আসামিরা পালিয়ে থেকে বাদীকে নানা ভাবে হুমকি দিয়ে আসছিলেন। ফলে বাদী নিরাপত্তাহীন হয়ে তার সন্তানদের নিয়ে বাবার বাড়িতে গিয়ে আশ্রয় নেন।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন শাহ পারভেজ বলেন, প্রধান আসামি ধরা পড়েছে। পলাতক বাকিরাও অচিরেই ধরা পড়বে। প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই মামলার অপর পলাতক আসামিরা হল,গজাইল গ্রামের মোজাহারের ছেলে মুনসুর(৩৮),বাহের প্রামাণিকের ছেলে আব্দুস সালাম(৪৫),নাসির উদ্দিন(৪০) ও শহিদুল ইসলাম(৩২)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।