স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই সবাই ভেবে নিয়েছিলেন ‘ইউনিভার্সাল বস’ খ্যাত ক্রিস গেইল ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন। তবে বিশ্বকাপের পর গেইল নিজেই জানান এখনই অবসর নিচ্ছেন না তিনি। বরং ঘরের মাঠে একটি ম্যাচ খেলে অবসর নিতে চান। আর সেই ঘরের মাঠেই ক্রিস গেইলকে শেষ ম্যাচ খেলার সুযোগ করে দিতে চান ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) প্রধান রিকি স্কেরিট।
সিডব্লুআই-এর প্রধান রিকি স্কেরিট জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেছেন, ‘আমরাও (গেইলকে শেষ ম্যাচ) দিতে পছন্দ করব। তবে এটা এখনও পরিকল্পনার পর্যায়ে রয়েছে। সূচি কিংবা ফরম্যাটের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ব্রাভোর সঙ্গে গেইলকেও ‘গার্ড অব অনার’ দিতে দেখা যায় সতীর্থদের। তখন সবাই ভেবেছিল আন্তর্জাতিক ক্রিকেটে গেইলের যাত্রা শেষ। তবে নিজের দেশেই শেষ ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেন গেইল। আর গেইলের ইচ্ছাকে প্রাধান্য দিতে এরই মধ্যে কাজ করছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে আসবে আয়ারল্যান্ড ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর ভাষ্যমতে ঐ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে আয়ারল্যান্ডের। তবে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান জানান সিরিজের সূচি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এর আগে বোর্ডের প্রধান নির্বাহী জনি গ্রেভ বলেছিলেন, ‘জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আমরা সাবিনা পার্কে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবো। আশা করছি, তখন যদি দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়, তাহলে সেটি গেইলকে তার ঘরের মাঠ থেকে বিদায় জানানোর দারুণ একটি উপলক্ষ্য হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।