গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয় এবং চলবে বিকাল ৫টা পর্যন্ত।
১০টি কেন্দ্রে ৯০ টি বুথে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলছে। আজ এই নির্বাচনে ২৯ হাজার ৩৬৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৪ হাজার ৪৭৯ জন এবং নারী ভোটার রয়েছে ১৪ হাজার ৮৮৮ জন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট পাঁচ জন প্রার্থী। তাঁরা হলেন মুন্সি রেজওয়ানুর রহমান (নৌকা), আনোয়ারুল ইসলাম প্রধান (চশমা), রুবেল আমিন শিমুল (মোটরসাইকেল), গোলাম কাদির মিঠু (আনারস) ও সাখাওয়াত হোসেন সোহেল (ঘোড়া)।
নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। প্রতিটি কেন্দ্রে রয়েছেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট,পর্যাপ্ত পরিমাণে পুলিশ ও আনসার সদস্যগণ। এছাড়াও এক প্লাটুন বিজিবি ও ব্যাবের তিনটি দল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে বলে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।