জুমবাংলা ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত মুমুর্ষু রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সার্ভিস চালু করেছে গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব।
সম্প্রতি উপজেলার দক্ষিণ দত্তরাইল ফিজিওথেরাপি সেন্টারের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি অক্সিজেন সার্ভিসের উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
ক্লাবের সভাপতি মান্না আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সাঈদ ও সাইদুল ইসলাম মাহের এর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ুন কবির রুবেল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুদর্শন সেন, বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ বহুমুখী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল আমীন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু।
প্রধান অতিথির বক্তৃতায় বদরুল ইসলাম শোয়েব, সমাজের বিত্তবানদের মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, ‘আমরা এখন কঠিন সময় অতিক্রম করছি। এ সময় প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া মানুষের মনোবল চাঙ্গায় যারা সাহায্যের ভুমিকা রাখেন তারাই প্রকৃত মানব প্রেমিক। আর এ সব কর্মকান্ডেযুক্ত থেকে গোলাপগঞ্জ চ্যারিটি ক্লাব উপজেলার মধ্যে এই প্রথম ফ্রী অক্সিজেন সার্ভিস চালু করে মানবতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো।’ সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।